মির্জাখীল দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

চট্টগ্রাম : মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বেলাদত ও বেছাল শরীফের এই দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ।

এই উপলক্ষে নবী প্রেমে উদ্বেলিত হয়ে, আশেকে রাসুল (সা.) এর মোহাব্বত প্রদর্শনের অকৃপণ হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণতায়-রাসুল (সা.) এর মাধ্যমে খোদা প্রাপ্তির পথে ইসলামের অনুশাসনসমূহের সঠিক ও সুন্নত উপায়ে পরিপালনের একক ও অদ্বিতীয় ধর্মীয় প্রতিষ্ঠান সিলসিলায়ে আলীয়া জাহাংগীরিয়া মির্জাখীল দরবার শরীফ বর্তমান সাজ্জাদানশীন-হজরত শাহ জাহাংগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) এর পবিত্র অস্তিত্বের উপস্থিতিতে উনারই জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকসুদুর রহমান (ক.) এর মাধ্যমে মিলাদে রাসুল (সা.), মিলাদে গাউছিয়া, ছেমা মাহফিল, কোরআনখানিসহ বিভিন্ন অনুষ্ঠানাদি পালনের মধ্য দিয়ে এ দিনটিকে উদযাপন করছে।

এই মহতি ও পুণ্যময় উদযাপনে শামিল হতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা হতে ভক্ত-মুরিদানগণের পদচারণায় রবিবার দিনব্যাপী মুখরিত ছিল দরবার শরীফ প্রাঙ্গণ।

উল্লেখ্য যে, দুশ’ বছরের বেশি সময় ধরে সারা দুনিয়ায় হাজার হাজার খানকাহ প্রতিষ্ঠার মাধ্যমে কোরান-সুন্নাহর প্রকৃত অনুসরণ করে রাসুল পাকের (সা.) জাতপাকের স্মরণে সর্বদা অনুশাসনের পরিপালন করে আসছেন জাহাঁগীরিয়ার সিলসিলার মহাত্মা পীর মুর্শিদগণ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি