শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রেন দুর্ঘটনায় আহতদের কুমিল্লা হাসপাতালে দেখতে গেলেন বিভাগীয় কমিশনার

প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৯ | ৯:২৩ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে তিনি হতাহতদের দেখতে গিয়ে তাদের সার্বিক খোঁজ-খবর নেন। এই সময় তিনি আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে অনুদান দেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- সোবহান (হবিগঞ্জ), জাহাঙ্গীর (চাঁদপুর) এবং সারওয়ার (শ্রীমঙ্গল)।

এর আগে বিভাগীয় কমিশনার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টশনে ট্রেন দুর্ঘটনার স্হান সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনায় আহতের চিকিৎসার এবং বায়েক উচ্চ বিদ্যালয়ে রাখা নিহতদের লাশ হস্তান্তরের বিভিন্ন খোঁজখবর নেন। পরে কমিশনার জেলাপ্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।