চট্টগ্রামে আয়কর মেলার চতুর্থ দিনে আদায় ১১৪ কোটি টাকা


চট্টগ্রাম: চট্টগ্রামে আয়কর মেলার তৃতীয় দিনে আদায় হয়েছে ১১৪ কোটি টাকা ৯৬ লক্ষ ৬০ হাজার ৬২৭ টাকা।

চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং সীতাকুন্ড ও টেকনাফ উপজেলায় চলছে আয়কর মেলা।

আজ মেলার চতুর্থ দিনে চট্টগ্রামে ১১৪ কোটি ৪৫ লক্ষ ৯৪ হাজার ৪১ টাকা, কক্সবাজারে ২৩ লাখ ২১ হাজার ৯৬ টাকা, রাঙ্গামাটিতে ৯ লাখ ৯৬ হাজার ৯৮৬ টাকা, বান্দরবানে ৭ লাখ ৭৭ হাজার ১২৪ টাকা, খাগড়াছড়িতে ৩ লাখ ৯৯ হাজার ৪১৩ টাকা, পটিয়ায় ৪ লাখ ২৯ হাজার ৭২ টাকা, লোহাগড়ায় ১ লক্ষ ৪২ হাজার ৮৯৫ টাকা আদায় হয়েছে।

রোববার মেলা থেকে করসেবা গ্রহণ করেছেন ৪১ হাজার ৮০৩ জন। এর মধ্যে চট্টগ্রামে ৩৮ হাজার ৭৬৮ জন, কক্সবাজার জেলায় ১ হাজার ৪৫৮ জন, রাঙ্গামাটি জেলায় ৪৫৩ জন, বান্দরবানে ২৮৭ জন, খাগড়াছড়িতে ২৩৫ জন, পটিয়ায় উপজেলায় ৪২৩ জন এবং লোহাগাড়া উপজেলায় ১৭৯ জন।

আজ চতুর্থ দিনে রিটার্ন জমা হয়েছে ৬ হাজার ১৯০টি। এর মধ্যে চট্টগ্রামে ৪ হাজার ৯৬২টি, কক্সবাজারে ৭৬০টি, রাাঙ্গামাটিতে ২২২টি, বান্দরবানে ১০৭টি, খাগড়াছড়িতে ৩০টি, পটিয়া উপজেলায় ৯০টি এবং লোহাগাড়া উপজেলায় ১৭৯টি।

চট্টগ্রামে রোববার ৬৬৭ জন নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন। অন্য জেলা ও উপজেলাগুলোতে কেউ নতুন ই-টিআইএন গ্রহণ করেননি।