চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা সাইফুল আলম (৪৪) নামে এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাইফুল আলম বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গত ১৯ নভেম্বর থেকে কারাগারে আটক ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিরুল ইসলাম জানান, অসুস্থ থাকায় গত ১০ মে থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন সাইফুল। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকরা লিখেছেন, অজ্ঞান হয়ে মারা গেছেন। লাশের ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
