গাড়ির তেলের ট্যাংকে ইয়াবা পাচার!

screenshot_2চট্টগ্রাম: চট্টগ্রামে একটি মিনি পিকআপের তেলের ট্যাংকে করে পাচারের সময় ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার রিদম স্কয়ার কমিউনিটি সেন্টার এলাকায় গাড়িটি আটকানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার বটতল ইয়াকুবের বাড়ির জহুর আহমেদের ছেলে মোঃ শাহাজান (২১) ও টেকনাফ থানার রঙ্গীখালী লামারপাড়া এলাকার নজির আহমদের ছেলে মোঃ রমজান আলী (২০)।

চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রিদম স্কয়ার কমিউনিটি সেন্টারের পাশের নুরুল আফসারের চায়ের দোকানের সামনের প্রধান সড়কে গাড়িটি আটকানো হয়।’

তিনি বলেন, ‘খালি মিনি পিকআপটি টেকনাফ থেকে আসছিল। এসময় পিকআপে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এরপর গাড়ির তেলের টাংকির সাথে বিশেষ কায়দায় তৈরী বক্সে রাখা ইয়াবাগুলো বের করে দেয় গ্রেফতারকৃতরা।’

‘ওই বক্সে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবার ৫টি বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলে আবার ৫টি করে মোট ২৫টি পলিব্যাগ ছিল। প্রতিটি পলিব্যাগে ২০০টি করে হিসেবে মোট ৫ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।’

এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই সঞ্জয় গুহ।