চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ctgচট্টগ্রাম: নগরীর হালিশহরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মোঃ শাকিল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে হালিশহর বি-ব্লকে এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ওসি প্রথব চৌধুরী বলেন, নির্মাণাধীন একটি ছয় তলা ভবন থেকে পা পিছলে পড়ে শাকিল মারা যান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত শাকিলের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।