কোচের দায়িত্ব ছাড়লেন ম্যারাডোনা


খেলা : দায়িত্ব নেওয়ার তিন মাসের কম সময়ের মধ্যে আর্জেন্টাইন সুপার লিগের ক্লাব জিমনেসিয়া কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

এ ব্যাপারে ক্লাবটির সভাপতি গ্যাব্রিয়েল পেল্লেগ্রিনো আর্জেন্টিনার রেডিও লা রেডকে জানিয়েছেন, ম্যারাডোনা আর জিমনেসিয়ার কোচ নন।

কেন ম্যারাডোনা সরে দাঁড়িয়েছেন এর ব্যাখ্যায় ক্লাবটির সভাপতি বলেন, “তিনি (ম্যারাডোনা) বলেছেন, ক্লাবটিতে তিনি এসেছিলেন কিছু না কিছু যোগ করতে, বিভাজনের জন্য নয়।”

বুয়েনস আইরেস থেকে ৫০ কিলোমিটার দূরের লা প্লাটা শহরের ক্লাবটিতে ম্যানেজমেন্টে সাম্প্রতিক কোন্দলের কারণে সরে দাঁড়িয়েছেন ম্যারাডোনা।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে কোচ করে এনেছিলেন ক্লাবটির সভাপতি পেল্লেগ্রিনো। কিন্তু তাকে সরিয়ে আগামী শনিবার জিমনেসিয়ার সভাপতির জন্য পুনর্নির্বাচন আয়োজন করা হচ্ছে।

জিমনেসিয়ার হয়ে সবশেষ ম্যাচে দায়িত্ব পালনের আগে ম্যারাডোনা ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে বলেছিলেন, বিষয়টা নির্ভর করছে সভাপতি পেল্লেগ্রিনোর ক্ষমতায় থাকার ওপর। আমি সভাপতির (পেল্লেগ্রিনো) সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, সে সভাপতি থাকলে আমিও দায়িত্ব পালন করে যাব।

৫৯ বছর বয়সী ম্যারাডোনা সেপ্টম্বরের শুরুতে জিমনেসিয়ার কোচের দায়িত্বে আসেন। তখন ২৪ দলের সুপার কোপায় দলটির অবস্থান ছিল তলানিতে।

একুশে/এএ