চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার হাজি কলোনিতে আগুন লেগেছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী রূপম কান্তি বিশ্বাস বলেন, সকাল সোয়া ৮টার দিকে হাজি কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
