চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাকার হাজী কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আগুনে পুড়ে গেছে সেমিপাকা ও কাঁচা মিলে ৩০টি বসতঘর। রোববার সকাল ৭টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে যায়। দুই ঘন্টা চেষ্টার পর সকাল সোয়া ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি বলেন, আগুনে পুড়ে গেছে সেমিপাকা ও কাঁচা মিলে ৩০টি বসতঘর। এ ঘটনায় বিভিন্ন আসবাবপত্র পুড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। বিষয়টা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
প্রসঙ্গত আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হাজী কলোনির ঘরগুলোতে মূলত ব্যাচেলর চাকরিজীবী ও শিক্ষার্থীরা ভাড়া নিয়ে থাকতেন। আগুন লাগার পরপরই কালো ধোঁয়ায় ছেয়ে যায় ঘরগুলো। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। জীবন বাঁচাতে পড়িমরি করে ছুটে বেরিয়ে যান সবাই। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
