চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে চুরি যাওয়া একটি সিএনজি অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মোঃ ফাহিম হবিগঞ্জ জেলার আজমীরগঞ্জ থানার পশ্চিমবাগ গ্রামের কাজল মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বন্দর থানার মধ্যম হালিশহর মুকবুল আলী সওদাগর বাড়ির বাসিন্দা দিদার হোসেন অভিযোগ করেন গত ৫ নভেম্বর নিমতলা খালপাড় এলাকা থেকে তার সিএনজি টেক্সি (চট্ট-মেট্রো- থ ১২-২৫৭৩) চুরি হয়ে যায়। ১০ নভেম্বর র‌্যাবের কাছে এ অভিযোগ করা হয়।

এরপর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার নাদিরা ফ্যাশন টেইলার্সের সামনে চোরাই সিএনজি নিয়ে চোর চক্রের সদস্যরা অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশাসহ ফাহিমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ বলেন, গ্রেফতার আসামী এবং উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।