অবৈধ রিকশা চলাচল করতে পারবে না : মেয়র নাছির

Nasir-Uddinচট্টগ্রাম: নগরীতে অবৈধ কোন রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার নগরভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় একথা জানান মেয়র।

কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন, পরিবেশ উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনা, আইন শৃংখলা, নারী ও শিশু, নগর পরিকল্পনা ও উন্নয়ন, দারিদ্র হ্রাস করণ ও বস্তি উন্নয়ন বিষয়ক ৭ টি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, যানজট নিরসনে অনিবন্ধিত সকল রিকশার উপর জরিপ পরিচালনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি এক্ষেত্রে সিটি কর্পোরেশন যথাযথ ভূমিকা পালন করবেন। নগরীতে অবৈধ কোন রিকশা চলাচল করতে পারবে না।

আ জ ম নাছির বলেন, স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও প্রস্তাবনার উপর নাগরিক সেবা অনেকাংশে নির্ভর করে এবং নাগরিক সেবা সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। স্থায়ী কমিটিগুলোকে আরো গতিশীল, সক্রিয় ও বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সভায় স্থায়ী কমিটি সমূহের সভাপতি কাউন্সিলর শফিউল আলম, নাজমুল হক ডিউক, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, মো. আবুল হাশেম, এম আশরাফুল আলম, এইচ এম সোহেল, সংশ্লিষ্ট স্থায়ী কমিটি সমূহের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, নাজিয়া শিরিন, ডা.মোহাম্মদ আলী, সনজীদা শরমিন, স্থপতি এ কে এম রেজাউল করিম সহ কমিটির সকল সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।