চবি: দীর্ঘ ১ মাস ধরে বিচ্ছিন্ন ওয়াই-ফাই সংযোগ পুন:স্থাপন সহ হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ এফ রহমান হলের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা।
রবিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, গত ১২ অক্টোবর বজ্রপাতে এ এফ রহমান হলের ওয়াই-ফাই রাউটারটি বিকল হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে ফ্রী ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শিক্ষার্থীরা। এছাড়াও খেলাধুলার সরঞ্জামাদির অভাব, ডাইনিং এ নিন্মমানের খাবারসহ নানা সমস্যায় জর্জরিত হলটি।
শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যার কথা একাধিকবার হল কতৃপক্ষকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই এসব সমস্যা দ্রুত সমাধানের দাবীতে রবিবার সকালে হলের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন তারা। পরে আবাসিক শিক্ষক আসাদুজ্জামান রানার আশ্বাসে প্রায় ২ঘন্টা পর তালা খুলে দেয়া হয়।
এ এফ রহমান হলের প্রভোস্ট ড. গণেশ চন্দ্র রায় বলেন, ‘নানান সমস্যায় জর্জরিত হল, এটি ভিত্তিহীন। কয়েকদিন আগে শুধু ওয়াই-ফাই রাউটারটি বিকল হয়েছে। এটি ঠিক করার জন্যে আমরা আই.সি.টি বিভাগে অনেক আগেই চিঠি দিয়েছি। তারাই এটি ঠিক করতে বিলম্ব করছে।’
