
চট্টগ্রাম: মানুষকে ধর্মীয় শিক্ষা প্রদানের মাধ্যমে আলেম-ওলামারা সমাজ বদলে দিতে পারেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। বঙ্গবন্ধু আমাকে উপদেশ দিয়েছেন আদর্শের সহিত রাজনীতি করতে।
তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে আলেম ওলামাদের নিয়ে মতবিনিময় সভা করে আসছি। যাতে তারা আমার সাথে সংশ্লিষ্ট যে কোন বিষয় নিয়ে নির্বিঘ্নে আলোচনা করতে পারেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিনসহ ৬৫ জন আলেম উপস্থিত ছিলেন।
একুশে/জেএস
