চট্টগ্রাম বজ্রপাতে সাবেক মন্ত্রীর চাচাতো ভাই নিহত

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বজ্রপাতে আমজাদ আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাবেক মন্ত্রী ও হালিশহর-ডবলমুরিং আসনে সরকারদলীয় সাংসদ আফছারুল আমীনের চাচাতো ভাই। শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার হালিশহর ফইল্ল্যাতলীর বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ আলী নগরের পাহাড়তলী থানার ফইল্যাতলী বাজার এলাকার নিজামদৌল্লার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, সকালে বৃষ্টিপাতের সময় হালিশহর ফইল্ল্যাতলী এলাকায় বেড়িবাঁধের কাছে মাঠে দাঁড়ানো অবস্থায় বজ্রপাতে আমজাদ নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি ওই সময় গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে নিহত হওয়া আমজাদ আলী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আফছারুল আমীনের চাচাতো ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।