চট্টগ্রাম: ওজন বাড়ানোর জন্য চিংড়িতে মেশানো হচ্ছে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অনিয়ম ধরা পড়ে। এই অপরাধে পাহাড়তলী বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সাগরিকা রোডের কাট্টলি এলাকা থেকে ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে পাহাড়তলী বাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চিংড়িতে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর অপরাধে ২৫ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ ছাড়া মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের লাইসেন্স নবায়ন না করায় বিছমিল্লাহ ফিশিং আড়তের মালিক আরিফ খানকে ২০ হাজার টাকা, জুম্মান আলী আড়তের ব্যবস্থাপক নুরুল আবছারকে ১০ হাজার টাকা এবং পিস আড়তের মালিক মোঃ তৈয়ব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাড়ে ১১ টার দিকে কাট্টলি এলাকার সাগরিকা রোডের পাশে সমুদ্র তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানে মৎস্য কর্মকর্তা মোঃ কামালউদ্দিন চৌধুরী ও নগর পুলিশ সহযোগিতা করে।
