আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪ জনকে আদালতে প্রেরণ

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় ২শ’ পিচ ইয়াবাসহ আটক ৪ জনকে আদালতে প্রেরণ করেছে আনোয়ারা থানা পুলিশ।

এ ব্যাপারে আনোয়ারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীদের শনিবার (৩০ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিত এস আই খুরশীদ আলমের নেতৃত্বে এএসআই হাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরাচর এলাকায় হাজী খায়ের আহম্মদ সড়কে অভিযান চালিয়ে ২শ’ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের হলদিয়া পাড়া টিক্কা খান বাড়ীর মোঃ মবিন হোসেন (১৮) প্রকাশ টিপু পিতা মৃত ইছহাক হোসেন, মোঃ নঈম উদ্দীন (২২) পিতা মৃত আবু আহমদ, মোঃ খোকন (১৯) পিতা মোঃ বাবুল ও মোঃ জাফর আহমদ (৩৮) পিতা মৃত কবির আহমদ।

এই প্রসঙ্গে আনোয়ারা থানার ওসি (তদন্ত) এস এম দিদারুল ইসলাম সিকদার একুশে পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় বরুমছড়া এলাকা থেকে ২শ’ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।