মন্দিরে হামলাকারীদের গ্রেফতার দাবি আহলে সুন্নাতের

nasirnagarচট্টগ্রাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

কমিটির নেতারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, ‘খাঁটি আহলে সুন্নাত’র ব্যানারে যে সমাবেশ হয়েছিল তার সঙ্গে আহলে সুন্নাতের প্রতিবাদ সমাবেশের সম্পর্ক নেই। মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়াটা ইসলামের নির্দেশ। নাসিরনগরে হামলা পরবর্তী মামলার বাদি কাজল দত্ত রায়, আহত বিনোদ বিহারী চৌধুরী আমাদেরকে জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষকে আহলে সুন্নাতের লোকজনরাই হামলা থেকে রক্ষা করেছেন, প্রাণে বাঁচিয়েছেন।

তিনি বলেন, উস্কানিদাতা ও মন্দিরে হামলাকারী বহিরাগতদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। দেশে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বিচার বিভাগীয় কমিশনকে দায়িত্ব দেওয়ার দাবিও জানাই।

এদিকে সংবাদ সম্মেলন থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি মাঠে ও ১১ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিভাগীয় সুন্নি সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এ সময় কমিটির সমন্বয়কারী মাওলানা আবদুল মতিন, স উ ম আবদুস সামাদ, জুলফিকার আলী, মোদাচ্ছের হাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।