চট্টগ্রামে ৮৬০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীতে ৮৬০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী থানার মইজ্যারটেক সংলগ্ন গরুর বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কাউছার (২২), জাবেদ (২১) ও মোঃ নুরনবী(১৯)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ৮৬০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। মদ বহনকারী পিকআপটি (চট্টমেট্টো ন ১১-০৪৭৮) জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন যাবত বান্দরবান থেকে চোলাই মদ কিনে চট্টগ্রাম শহরে বিক্রয় করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।