চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

arrest Handcuffsচট্টগ্রাম: নগরীতে এক হাজার ৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার দুপুরে নগরীর ইপিজেড থানার আব্দুল মাবুদ রোডের জাহাঙ্গীর কুলিং কর্নারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- হবিগঞ্জের বগুলাখাল এলাকার সিদ্দিক আলীর ছেলে মো. হারুন অর রশিদ ওরফে হারুন (২৬) ও চট্টগ্রামের পতেঙ্গা থানার হোসেন আহম্মেদ পাড়ার মো. ইব্রাহিমের ছেলে ইসমাঈল হোসেন ওরফে বাদশা (৩২)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টিম ঘটনাস্থলে ছদ্মবেশে অবস্থান নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদেরকে তল্লাশি করে এক হাজার ৯৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।