চবিতে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের এককর্মীর বিরুদ্ধে ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিয়াজ আবেদীন পাঠান ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ একাকার এর অনুসারী।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযুক্ত নিয়াজ আবেদীন পাঠান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে আমি বন্ধু বান্ধবসহ প্রবেশ করছিলাম। সে সময় নিয়াজ আবেদিন আমাকে বেশ বাজেভাবে কটূক্তি করে। আমি প্রতিবাদ করলে তিনি তর্কে জড়িয়ে পড়েন। যা আমার জন্য খুবই অপমানজনক ছিল। কাজেই তার অপরাধ বিবেচনা করে কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।

তবে বিষয়টি অস্বীকার করে নিয়াজ আবেদিন পাঠান বলেন, মেয়েটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তাছাড়া এমন কিছুই ঘটেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।