চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানা পুলিশের বিরুদ্ধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ এনেছেন মোঃ মুছা আলম ওরফে মাসুদ নামে এক আসামি। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালতে আসামি মুছা জবানবন্দি দিয়ে এই অভিযোগ করেছেন।
এরপর পুলিশ হেফাজতে নির্যাতন নিরোধ আইনে অভিযোগ তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে (বন্দর) নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া মুছার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি আলাদা কমিটি গঠন করেছেন।
এসব বিষয় নিশ্চিত করে বাদির আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, পতেঙ্গা থানার এসআই মো. মাজহারুল হকের নেতৃত্বে একজন এএসআই ও একজন কনস্টেবল মিলে মুছাকে ইলেকট্রিক শক দিয়েছে। অভিযোগের বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার এবং সিভিল সার্জনকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর মুছাকে মানবপাচার আইনের মামলায় আটক করে নগরীর পতেঙ্গা থানা পুলিশ। তিনদিন পর ৮ নভেম্বর মুছাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানির জন্য মঙ্গলবার মুছাকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম তাকে কোন ধরনের নির্যাতন করা হয়েছে কিনা জানতে চান।
এসময় মুছা তার হাতে ও গলায় জখমের চিহ্ন দেখিয়ে তাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। এরপর আদালতের আদেশে মুছা জবানবন্দি প্রদান করেন।
