টাকা জামানত নিয়ে উধাও ওসেপ, বিক্ষোভ

ctgচট্টগ্রাম: ওসেপ (অরগানাইজেশন অব সোশ্যাল সার্ভিস অ্যান্ড এলিমিনেশন অব পোভার্টি) নামের একটি বেসরকারি সংস্থা গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুর থেকে নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার বাটালী রোডের জসীম উদ্দিন ভবনে অবস্থিত ওসেপ কার্যালয়ে বিক্ষোভ করে হাজারো জামানতকারী।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমদ বলেন, দৈনিক বিশ, সপ্তাহে ১৪০, মাসিক ১০০০, এককালীন ৫ লাখ টাকা পর্যন্ত জামানত সংগ্রহ করে ওসেপ। জামানতের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে সংস্থাটি। এতে জামানতকারীরা প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করে। আমরা ওসেপ এর মালিক ডা. জহির উদ্দিন মারা গেছেন। তার স্ত্রীর সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।