শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আটকা পড়েছে ২০০ কেজির বিরল প্রজাতির মাছ

প্রকাশিতঃ ৬ ডিসেম্বর ২০১৯ | ৮:১০ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে জেলের জালে আনুমানিক ২০০ কেজি (৫ মণ) ওজনের বিরল প্রজাতির মাছ আটকা পড়েছে। মাছটির ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ফিশারিঘাটে এক জেলের জালে মাছটি আটকা পড়ে। আটকা পড়া জেলে রিদুয়ান মাঝি বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্ধা।

স্থানীয় সূত্রে জানা যায়, আটকা পড়া বিরল প্রজাতির বড় এ মাছটির খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ফিশারিঘাটে ভিড় জমায় উৎসুখ জনতা ফিশারিঘাটে। কেউ কেউ এ মাছটিকে বলছে হাঙ্গর মাছ কেউ বলছে তিমি মাছ। তবে এদের কেউ এর বৈজ্ঞানিক নাম বলতে কি তা বলতে পারেনি।

জেলে রিদুয়ান মাঝি বলেন, প্রতিদিনের মতো সময় হলে জেলেরা জাল টানে। জাল টেনে আনতেই দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি। মাছটি জালে আটকা পড়লেও জালে নড়াচড়া করার কারণে মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

একুশে/এএ