
চট্টগ্রাম: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন চোখে নিয়ে আন্তর্জাতিক অলিম্পিয়াড ‘আওলিপিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়েছে চট্টগ্রামের ইংরেজি মাধ্যমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪ শিক্ষার্থী।
শনিবার দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত প্রতিযোগিতার অনলাইন রাউন্ড ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, চট্টগ্রাম শাখায় অনুষ্ঠিত হয়েছে।
পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা একযোগে একই সময় বিশ্বের প্রায় ৫০টি দেশে অনুষ্ঠিত হয়েছে।
ক্যাটাগরিগুলো হচ্ছে, আর্ট এন্ড ডিজাইন, ইকোনমিক এন্ড বিজনেস, লিটারেচার এন্ড কালচার, সায়েন্স এন্ড টেকনোলজি ও সোস্যাল সাইন্স। ১১-১৪ বয়সের শিক্ষার্থী এবং ১৫-১৮ বয়সের শিক্ষার্থীদের নিয়ে পৃথক দুই বিভাগে হয় পরীক্ষা।
অনলাইন রাউন্ডে যারা নির্বাচিত হবে তারা লোকাল রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এরপর তারা গ্লোবাল রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবে। গ্লোবাল রাউন্ড তথা ফাইনাল রাউন্ড আমেরিকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এবং ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে খুব সহজেই পড়ার সুযোগ পাবে।
পরীক্ষা দিতে আসা ওয়াসিফ আসাদ খান একুশে পত্রিকাকে বলেন, পরীক্ষা ভালো হয়েছে। ওয়েবসাইটে সিলেবাস ছিল। সেখানে রিসার্চ সম্পর্কে ধারণা দেওয়া থাকায় খুব সহজে উত্তর দিতে পেরেছি।
ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের সহকারি শিক্ষক মো. আশরাফ একুশে পত্রিকাকে বলেন, শুধুমাত্র অনলাইন রাউন্ডে যারা নির্বাচিত হবে তারা বিদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে ২৫ শতাংশ ছাড়ে ভর্তি হতে পারবে। শুধু অনলাইন রেজিস্ট্রেশন থাকাটাও একজন শিক্ষার্থীর জন্য অনেক বড় বিষয়। এ রেজিস্ট্রেশনের জন্য মূলত তাদের কিছু রিসার্চ এ দক্ষতা থাকতে হয়।
একুশে/জেএইচ
