চট্টগ্রাম: নৌকা থেকে পড়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ হয়েছেন সঞ্জয় দত্ত (৩০) নামে বেসরকারি তেল শোধানাগার সুপার রিফাইনারি লিমিটেডের এক কর্মচারী।
বুধবার সকালে পতেঙ্গা নয় নম্বর ঘাট থেকে অন্য তীরে যাওয়ার সময় নদীতে পড়ে যান তিনি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, সুপার রিফাইনারির নিজস্ব নৌকায় নদী পার হচ্ছিলেন সঞ্জয়। মাঝনদীতে তিনি কীভাবে নৌকা থেকে পড়ে গেলেন- তা নিশ্চিত হওয়া যায়নি। সঞ্জয়ের খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
