চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে ১১ রাউন্ড গুলিভর্তি দুটি বিদেশি পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করার খবর জানিয়েছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে আমিন জুট মিল এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে জয় নাথ (২০) নামে ওই ছিনতাইকারীকে আটক করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
জয় নাথ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুনীল নাথের ছেলে। তিনি নগরীর বালুছড়া এলাকায় মেহেদি কলোনিতে থাকেন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘জয় নাথ পেশায় স্বর্ণের কারিগর। পাশাপাশি ছিনতাইকারী চক্রের সদস্য হিসেবে সে ছিনতাই করে আসছিল। আমিন জুট মিলের মসজিদের পাশের রাস্তায় গার্মেন্টসের টাকা ছিনতাইয়ের জন্য তারা তিনজন দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীদের ধরার জন্য ঘটনাস্থলে যায় পুলিশ’
‘পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেলেও জয় নাথকে আটক করতে সক্ষম হই আমরা। তার কাছ থেকে ১১ রাউন্ড গুলিভর্তি আমেরিকার তৈরি দুটি পিস্তল পাওয়া গেছে। পালিয়ে যাওয়া বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’- বলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
