চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে একব্যক্তির যাবজ্জীবন

chittagong courtচট্টগ্রাম: ২২ বছর আগে স্ত্রী হত্যার দায়ে সাবের আলী নামের একব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একবছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবের আলীর দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম এবং নিকটাত্মীয় জামাল হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দন্ডিত সাবের বর্তমানে পলাতক আছে।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ১ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে সাবের আলীর প্রথম স্ত্রী আরজু বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন আরজুর বাবা নাজির হোসেন তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সাবেরের দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক কলহের জের ধরে আরজু বেগমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়। এই মামলায় ১৯৯৫ সালের ১২ অক্টোবর অভিযোগপত্র জমা দেন পাঁচলাইশ থানার এসআই জয়নাল আবেদিন। ১৯৯৭ সালের ২০ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, মামলায় ১০জন সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য নেয়া হয়। আসামি সাবেরের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলার বাদি সাক্ষ্য দিলেও রায় ঘোষণার দিন আদালতে আসেননি।