শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় অনশনে পাটকল শ্রমিকের মৃত্যু, চট্টগ্রামে গায়েবানা জানাজা

প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০১৯ | ৬:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম: খুলনা প্লাটিনাম জুট মিলে অনশনরত অবস্থায় মৃত্যুবরণ করা শ্রমিক আব্দুল সাত্তারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আমিন জুট মিলে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আমিন জুট মিলের গেটে অনশনরত শ্রমিকরা জুমার নামাজ আদায় শেষে এই জানাজায় অংশ নেন। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলের শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন।

এদিকে শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। কর্মসূচির কারণে আমিন জুট মিলে বন্ধ রয়েছে উৎপাদনসহ সকল ধরণের কার্যক্রম।

আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন একুশে পত্রিকাকে বলেন, শীত উপেক্ষা করে কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। তবে দাবি-দাওয়া নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পণ্যবাহী কোন যানবাহন কিংবা কর্মকর্তাদের মিল গেটে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়নি। গতকাল হাসপাতালে ভর্তি হওয়া ২ জন সুস্থ হয়ে ফিরেছেন। এখন পযন্ত ১৭ জন জন অসুস্থ হয়েছেন।

শ্রমিক নেতারা বলছেন, এবারের কর্মসূচি থেকে পিছু হটার কোন সুযোগ নেই। বরং কর্মসূচি জোরদার করা হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া এক শ্রমিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন।

একুশে/জেএইচ