চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার পূর্ব মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিসহ শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূদেব দাশগুপ্তের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক এমদাদুল হক মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আলম দিদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোহরা মুজিব সৈনিকের আহ্বায়ক তরুণ রাজনীতিক আশফাক হোসাইন খান ও সমাজ সেবক আবু তাহের।
বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি শামসুল আলম, সদস্য নুর বেগম, মো. এয়াকুব ও মোহাম্মদ ফারুক।
উপস্থিত ছিলেন সদস্য জেবুন্নাহার, শিক্ষিকা পম্পী ধর, শামসুন নাহার লাকী, তাছলিমা আক্তার, শেখ ইয়াসিন ইফাদসহ শত শত শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পক্ষ থেকে পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
