
চট্টগ্রাম: একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ছাত্রলীগ নানা আয়োজনে উদযাপন করেছে বিজয় দিবস।
সোমবার সকাল ১১টায় ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন এর নেতৃত্বে বিজয় র্যালি বের হয়। উক্ত র্যালি হলি ক্রিসেন্ট মোড়ে গিয়ে শেষ হয়।
এরপর বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের ঝাউতলা স্কুল শহীদ মিনারে গিয়ে বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উক্ত কর্মসূচিতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
