চট্টগ্রাম : যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীয্যের মধ্য দিয়ে ফটিকছড়ি সুয়াবিল গাউছিয়া কমিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বারমাসিয়া নালিরকুল শাখার উদ্যোগে আজিমুশশান সুন্নি সম্মেলন উদযাপন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর ) নালিরকুল জামে মসজিদ মাঠে আয়োজিত সুন্নি সম্মেলন মাওলানা মোহাম্মদ রফিকুল আনোয়ার আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বারমাসিয়া নালিরকুল জামে মসজিদের পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন আল কাদেরী। অনুষ্ঠানের উদবোধক ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব চৌধুরী ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সুয়াবিল ইউনিয়ন শাখার সভাপতি এসএম নঈম উদ্দীন। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী(মা.জি.য়া)। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ওমর ফারুক নঈমী(মা.জি.য়া) ও মাওলানা মুহাম্মদ বশির আহাম্মদ ছাবেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ মিয়াজান, মাস্টার মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ শাহাজান, সৈয়দ মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ এজাহার ও মোহাম্মদ তারেক আজিজ প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নালিরকুল শাখার সদস্য মোহাম্মদ শুক্কুর, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ নবী, মোহাম্মদ ছাবা, মোহাম্মদ রহিম, মোহাম্মদ আমির খান, মোহাম্মদ আরমান, আরমান বাহার, মোহাম্মদ রোহান, মো: সোহাগ ও রাব্বি প্রমুখ।
