‘১০০ টাকা বেতনের চাকরি করেছি, এখন ৭০০ কোটি টাকা কর দিই’


চবি প্রতিনিধি: জীবনে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, জীবনে সফলতা পেতে হলে হতে হবে কঠোর পরিশ্রমী। যে যত বেশি অতিরিক্ত কাজ করবে সে ততবেশী সফল হবে। জীবনে সফল হওয়ার বীজ বাবার হোটেলে পাওয়া যায় না, তা নিজের থেকেই সৃষ্টি করতে হবে। সকল বাধা বিপত্তি কাটিয়ে সফলতা অর্জন করার শক্তি সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন।আমরা যদি চেষ্টা করি তবে সফলতা আসবেই।

তিনি আরও বলেন, আমি ১০০ টাকা বেতনের চাকরি দিয়ে জীবন শুরু করেছি। এখন সরকারকে প্রতি বছর ৭০০ কোটি টাকার কর দিই।

সবাইকে পরিশ্রমী হওয়ার পরামর্শ দিয়ে সুফি মিজানুর রহমান বলেন, জ্ঞান অর্জনের জন্য নিরলস পরিশ্রম করতে হবে। পরিশ্রম ও সাধনা ছাড়া কখনও অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় না। এজন্য উত্তম চরিত্রের মানবিক গুণসম্পন্ন উন্নত মানুষ হতে হবে।আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত মানুষকে ভালোবাসা। তবেই সকলে আমাদের ভালোবাসবে। আমরা অনেকেই অর্থ উপার্জন, ব্যবসায়ী কিংবা বড় শহরের মালিক হতে চাই। কিন্তু সেটা জীবনের লক্ষ্য হওয়া মোটেও উচিত নয়।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, আমাদের উচিত মানুষের সেবা করা। মানুষের প্রতি দয়া দেখানো। আর এসবের পরে আমাদের সকলকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া দয়া ও সেবা অর্থহীন।

তিনি বলেন, ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের ভাষণ বাঙালীকে এক করেছিল। ৯ মাস যুদ্ধ করে কোন দেশ স্বাধীন হতে পারে না। কেবল বাঙালীরাই তা পেরেছে। আমরা আমাদের যোগ্যতার স্বাক্ষর তখনই দিয়েছিলাম। বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা পদ্মা সেতু করছি, বছরের শুরুতে বর্তমান সরকার শিক্ষার্থীদের ৩৫০ বিলিয়ন বই দিচ্ছে। মাংস উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৪র্থ।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তবে এরমধ্যে ও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। দুর্নীতি, ধর্ষণ, মাদক ইভটিজিং এর মতো বিষয়গুলো আমাদের শক্তি কমিয়ে দিচ্ছে। আমাদের এসব বিষয়ে সতর্ক হতে হবে। আমাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত করতে হবে। মানবপ্রেম যদি আমরা শিখতে না পারি তবে আমাদের যাবতীয় শিক্ষা ব্যর্থ হয়ে যাবে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দীন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।