
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী রজত জয়ন্তীর উৎসব।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় রজত জয়ন্তী উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দিনের অনুষ্ঠান।
রজত জয়ন্তীর উৎসব উপলক্ষে দ্বিতীয় দিন সকাল থেকে বিভাগটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ছুঁটে এসেছেন চট্টগ্রামে। দেশের বাইরে থেকেও এসেছে বিভাগটির সাবেক শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা প্রকাশ করেছেন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি। হয়েছে রোমান্সকর আড্ডা।
আমেরিকা থেকে আসা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ও উদ্যোক্তা মাহাবুব ফারহানাজ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ২০০৩ সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি। এর মধ্যে অনেক সময় চলে গেছে। চাইলেও আসা সম্ভব হয়নি নিজের বিশ্ববিদ্যালয়ে, নিজের বিভাগে। তবে নিজ বিভাগের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা ঝুপড়ি পার্টি ছিলাম। আমরা ঝুপড়িতে বসে আড্ডা দিতাম। শিক্ষকরা সেখান থেকে ধরে এনে ক্লাস করাতেন। অনেক সময় শিক্ষকরা আমাদের সাথে ঝুপড়িতে বসে ক্লাস করাতেন।
জাপান দূতাবাসের কর্মকর্তা ও বিভাগটির ৭ম ব্যাচের শিক্ষার্থী তন্ময় মজুমদার বলেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন কলা অনুষদের ভেজা স্যাঁতস্যাঁত ভবনে অনেক কষ্ট করে পড়েছি। আমরা সুন্দরবনে একটি সুন্দর শিক্ষা সফর কাটিয়েছি। এরপর ঢাকায় গিয়ে একটি ইফতার পার্টির আয়োজন করি। সেখান থেকে সবাই একসাথে আরও কয়েকটি ইফতার পার্টি ও বনভোজন করি। আমাদের একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন হওয়ায় আমরা বেশি ঐক্যবদ্ধ হয়েছি। তাই যে কোনো প্রোগ্রাম সহজে করতে পারছি।
জাওয়াদ হোসেন নামে ২৩তম ব্যাচের আরেক শিক্ষার্থী বলেন, ২০১৬ সালের ১০ ডিসেম্বরে এই বিভাগে ভর্তি হই। শুরু থেকে ইচ্ছা ছিলো এই বিভাগে ভর্তি হবো। সেই আশা পূর্ণ হয়েছিলো। আমি একটা কথাই বলবো, ২৩তম ব্যাচ একটি ভালোবাসার নাম।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সরওয়ার সুমন, বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ, মাছরাঙা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান তাজুল ইসলাম, তারেক মাহমুদ, ডেইলি সানের ব্যুরো প্রধান নুর উদ্দিন আলমগীর মিলন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ডা. আতিকুল ইসলামসহ অন্যান্যরা।
এদিকে স্মৃতিচারণের পর বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অংশগ্রহণ করেন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা।
