বাবা-মাকে মারধরের মামলায় ছেলে গ্রেফতার

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বৃদ্ধ বাবা-মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বেলাল উদ্দিন মুন্না (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিয়াতলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুন্না দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের সাবেক সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিষ্পত্তি হওয়া ওয়ার্ড কমিশনার লিয়াকত হত্যা মামলার আসামি ছিলেন মুন্না। লিয়াকত হত্যাকান্ডের পর দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন মুন্না। মামলাটি নিষ্পত্তি হওয়ার পর বিদেশ থেকে ফিরে মুন্না নিজের প্রথম স্ত্রীকে অস্বীকার করেন। পরে পরিবারের অমতে আরেকজনকে বিয়ে করেন। এসব বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে মুন্না তার বাবা-মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে গত ১০ ফেব্রুয়ারি ছেলের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় সাধারণ ডায়েরী করেন আবদুস সাত্তার। এরপর গত ১০ মে রাতে মুন্না, তার স্ত্রী ও এক বন্ধু মিলে আবারও তার বাবার কাছে ৫০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে মারধর করে। এক পর্যায়ে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় তারা। এ ঘটনার পর ১১ মে মুন্না, তার স্ত্রী জেসমিন ও বন্ধু সুমনকে আসামি করে বায়েজিদ বোস্তামি থানায় মামলা করেন আবদুস সাত্তার।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বাবা ও মাকে মারধর করে হত্যার হুমকি এবং ৫০ লাখ টাকা দাবির অভিযোগে মুন্নার বিরুদ্ধে তার বাবা মামলা করে। ওই মামলায় মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। যে অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেটা উদ্ধারে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।