‘সারপ্রাইজ ম্যাসেজ’ যখন ফাঁদ


ঢাকা: ম্যাসেনঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমু ব্যবহারকারীদের নতুন ম্যালওয়্যার আক্রমণের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

রোববার সন্ধ্যা থেকে ‘সারপ্রাইজ ম্যাসেজের’ ছদ্মবেশে লুকানো নতুন একটি ম্যালওয়্যার আক্রমণের মুখে পড়ছেন ম্যাসেনঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমু ব্যবহারকারীরা।

পরিচিতদের আইডি থেকে ব্যবহারকারীরা লিংকসহ ম্যাসেজ পাচ্ছেন, যেখানে লেখা থাকছে, ‘আই এম সেন্ড ইউ এ সারপ্রাইজ ম্যাসেজ। ওপেন দিস।’; আবার কারো কারো কাছে পরিচিত ব্যক্তির আইডির নাম উল্লেখ করে লিংকসহ ম্যাসেজ যাচ্ছে, ‘(নাম) সেন্ড ইউ এ সারপ্রাইজ ম্যাসেজ, ওপেন দিস।’

এ বিষয়ে সবাইকে সতর্ক করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘সন্ধ্যায় একটি ম্যালওয়্যার মেসেঞ্জারের ইনবক্স জুড়ে ভাইরাল হয়ে যায়। সেখানে ব্যাকরণগত ভুলভাবে লেখা হয়েছে। আই এম সেন্ড- ভুল বাক্য।’

‘সারপ্রাইজ ম্যাসেজ’ এর ছবি শেয়ার করে তিনি আরো লিখেন, ‘এটি ম্যালওয়ার হতে পারে এবং এটি আপনার সিস্টেমের ক্ষতি করতে পারে। দয়া করে এই লিংকটি এড়িয়ে যান। ক্লিক করবেন না।’

কথিত ‘সারপ্রাইজ ম্যাসেজ’ এর ছবি যুক্ত করে ঢাকা মহানগর পুলিশে কর্মরত উপকমিশনার ছানোয়ার হোসেন সানি ফেসবুকে লিখেছেন, ‘সাবধান! ওপেন করবেন না এই ম্যাসেজটি। এটি ম্যালওয়্যার।’

এদিকে সাইবার-৭১ নামে বাংলাদেশের একটি হ্যাকার দলের পক্ষ থেকে ফেসবুকে লেখা হয়েছে, ‘নববর্ষকে টার্গেট করে অনেক স্প্যামার ও হ্যাকাররা এমন ম্যালওয়্যার/ফিসিং ছড়িয়ে দিচ্ছে। তাই কেউ এসব লিংক পাঠালে ভুলেও ক্লিক করবেন না। এতে আপনার আইডি হ্যাক হতে পারে। সাথে ডিজেবল ও হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল। তাই এগুলো দেখলেও এড়িয়ে যাবেন।’

প্রসঙ্গত দিন দিন মানুষ যত অনলাইনমুখী হচ্ছে ততই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে ক্ষতিকর কার্যক্রম জোরদার করছে সাইবার দুর্বৃত্তরা।

বিশেষ কৌশল খাটিয়ে ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করতে বাধ্য করছে দুর্বৃত্তরা। ম্যালওয়্যার মূলত ‘সারপ্রাইজ ম্যাসেজের’ ছদ্মবেশে লুকানো থাকছে।

কিছু কিছু ম্যালওয়্যার অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। কেউ যখন ফেসবুক ওপেন করেন, তখন সাথে সাথে এই ম্যালওয়্যার অ্যাক্টিভ হয়ে যায়। যখন ফেসবুকের লগিন পেজে ব্যবহারকারী ইমেইল এবং পাসওয়ার্ড দেন তখন তা হ্যাকাররা জেনে যায় ম্যালওয়্যারের কারণে। এজন্য যে কোন লিংক ক্লিক করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা।