
চট্টগ্রাম: চট্টগ্রামে এবার প্রাথমিক সমাপনীতে এবার ৯৬ দশমিক ৭৯ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য জানান।
জানা গেছে, এবার প্রাথমিকে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৪৩ জন। প্রাথমিকে চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন।
প্রাথমিকে চট্টগ্রামে ফলাফলের দিকে থেকে প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় রাউজান ও তৃতীয় পটিয়া উপজেলা।
অন্যদিকে ইবতেদায়ীতে ২৪ হাজার ৯২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৭২৬ জন। প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় কোতোয়ালী ও তৃতীয় ডাবলমুরিং থানা। এবছর ইবতেদায়ীতে ১ হাজার ৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।
