কাশ্মিরে লাইন অব কন্ট্রোলের কাছে এক ভারতীয় সেনার শিরোশ্ছেদ ও আর দুই সেনা নিহতের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবারের এই ঘটনার পর ঐ এলাকায় পাকিস্তানকে লক্ষ্য করে প্রচুর গুলি ছুড়েছে ভারতীয় সেনাবাহিনী।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, মাচিল অতিক্রম করে মঙ্গলবার এক সেনার শিরোশ্ছেদ ও আরো দুইজনকে হত্যা করেছে পাকিস্তানি কমান্ডো। এই এলাকার কাছেই মাত্র তিন সপ্তাহ আগে আরো এক সেনার শিরোশ্ছেদ করা হয়েছিল। কাপুরুষোচিত এই হামলার জন্য চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করেছে ভারতীয় সেনাবাহিনী।
এনডিটিভি বলছে, ঐ সেনারা উত্তর কাশ্মিরের মাচিল সেক্টরের একটি পেট্রোল পাম্পে অতর্কিত হামলার শিকার হন। পাকিস্তানি সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিম এই হামলা চালিয়েছে। এই সেক্টরের ভারতীয় চৌকির কাছেই পাকিস্তানি চৌকি অবস্থিত। এখানে ঘন অরণ্য থাকার কারণে হামলাকারীদের বাড়তি সুবিধা হয়েছে।
পাকিস্তান ভারতের সেনাবাহিনীর এই অভিযোগকে অস্বীকার করে একে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সেনা চৌকিকে লক্ষ্য করে ভারি গোলাবর্ষণ ও মেশিন গান ব্যবহার করে হামলা চালিয়েছে।
ভারত-পাকিস্তান সীমান্তে লাইন অব কন্ট্রোলের কাছে পাউনঞ্চ, রাজৌরি, কেল ও মাচিলে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে।
