বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

 

চট্টগ্রাম : নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় খেলার চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় রাউজান উপজেলার ঊনসত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম ৪-০ গোলে সন্দ্বীপ উপজেলার চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমের ৬ নং জার্সি পরিহিত খেলোয়ার রনি হামিদ সর্বোচ্চ গোলদাতা (১১ গোল) ও ১১ নং জার্সি পরিহিত মো. ওসমান গণি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নির্ধারিত সময়ের খেলায় বাঁশখালী উপজেলার তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম ৪-০ গোলে রাঙ্গুনিয়া উপজেলার ভরণছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমের ১০ নং জার্সি পরিহিত তসলিমা বেগম সেরা খেলোয়াড় এবং পটিয়া উপজেলার নাইখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় টিমের ১০নং জার্সি পরিহিত সোমা সর্দার সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল) নির্বাচিত হন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এহছানুল হায়দার চৌধুরী বাবুল, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন চৌধুরী, সিজেকেএস’র যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, বনফুল লিমিটেডের জিএম আমানুল আলম, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে ও সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু।

খেলার ধারা বর্ণনায় ছিলেন তাসনীম আক্তার কাকলী ও আবদুল মান্নান। শেষে টুর্নামেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে উদ্বোধনী খেলা উপভোগ করেন। চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও উপজেলা থেকে চ্যাম্পিয়ন ৪২টি দল এ দু’টি টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন।

একুশে/এএ