সিপিবি সমাবেশে বোমা হামলায় ১০ জনের মৃত্যুদণ্ড


ঢাকা : বিগত ২০০১ সালে সিপিবি সমাবেশে বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামের (হুজি) ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আদালত মামলার অপর দুই আসামীকে খালাস দিয়েছে।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আজ সকাল ১১টা ২০ মিনিটে এই আদেশ দেন।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ওই সমাবেশে বোমা হামলায় ৫ জন নিহত ও ২০ জন আহত হয়।