চট্টগ্রাম: ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে অবরোধ সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন চবি ছাত্রলীগের সহসভাপতি শোভন শুভ।
তিনি বলেন, ‘আমরা পাঁচ দফা দাবিতে অবরোধের ডাক দিয়েছিলাম। এর মধ্যে অন্যতম দাবি ছিল সহকারী প্রক্টর আনোয়ার চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি। আমাদের এই দাবি পূরণ হওয়ায় অবরোধ সাময়িক স্থগিত করা হয়েছে।’
এর আগে দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর সুষ্ঠু তদন্তসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে রোববার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন নামে ছাত্রলীগের একাংশ। অনির্দিষ্টকালের অবরোধের প্রথমদিন রোববার ট্রেনের হোস পাইপ কেটে দিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
