চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন। রাত সাড়ে আটটায় নগরীর বটতলী স্টেশন থেকে ছাড়ে সর্বশেষ বিশ্ববিদ্যালয়েরগামী শাটল ট্রেন। তাছাড়া তিন নম্বর রুটে সন্ধ্যার পর নগন্য সংখ্যক বাস চলাচল করে। এতে করে কেউ ট্রেন মিস করলে পড়তে হয় বিপাকে।বিশ্ববিদ্যালয়ের আসতে পোহাতে হয় নানান ঝামেলার।তাছাড়া মেয়ে শিক্ষার্থীদের জন্য কিছুটা অনিরাপদ।
শিক্ষার্থীদের এই ভোগান্তি লাঘবের জন্য
রাতের বেলায় নগরী থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শিক্ষার্থীদের জন্য নতুন বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে প্রতিদিন নির্ধারিত ভাড়ায় শিক্ষার্থীরা শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নগরীর সিনামা প্যালেস থেকে বাসটি রাত ৯টায় ছেড়ে কাজির দেউড়ি, ওয়াসা, শিল্পকলা একাডেমি, গোলপাহাড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও অক্সিজেন হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি টিকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার একুশে পত্রিকাকে বলেন, আমাদের অনেক শিক্ষার্থী শহরে টিউশন করে। টিউশন শেষ করে মাঝেমধ্যে তারা রাত সাড়ে ৮ টার ট্রেন মিস করে। তারা যাতে নিরাপদে ও সহজে ক্যাম্পাসে ফিরতে পারে সেজন্য আমরা রাতে বাস সার্ভিস চালু করেছি। আশা করি শিক্ষার্থীরা এ থেকে সুফল ভোগ করবে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাতে শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক বাসের সিটে বসতে চাওয়া নিয়ে এক ছাত্রী ও শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডা হয়।বাসটি বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্টে এলে আটকে দেয় শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এমএম মনিরুল হাসান ঘটানস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা একটি নতুন বাসের দাবি জানান। পরের দিন শিক্ষার্থীরা রাতে বাস সার্ভিস চালুর জন্য প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করলে প্রক্টর এসএম মনিরুল হাসান উপাচার্য বরাবর একটি বাস চালুর প্রস্তাব দেন।
এরপর গত ৫ ডিসেম্বর শিক্ষার্থীদের রাতে যাতায়াতের জন্য একটি বাসের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। অবশেষে শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে চালু হয়েছে বাসটি।
