‘আদর্শ শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীকে পাস করিয়ে দেয়া নয়’

রাঙ্গামাটি প্রতিনিধি : সাবেক মন্ত্রী সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, আদর্শ শিক্ষকের দায়িত্ব একজন শিক্ষার্থীকে পাস করিয়ে দেয়া নয়, তাকে জ্ঞানভাণ্ডারের পথ দেখানো।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তোমরা সকলেই স্বপ্ন দেখ। ঘুমের ঘোরে যা দেখ সেটি স্বপ্ন নয়, স্বপ্ন হলো সেটি, যেটি তোমাদের ঘুমাতে দেয় না। অর্থাৎ আমাদের একটি লক্ষ্য থাকবে, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য দিন রাত পরিশ্রম করতে হবে। এটিই হচ্ছে স্বপ্ন। যে স্বপ্ন ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশ স্বাধীন করবে, স্বাধীন হবে, এই স্বপ্নকে বুকে নিয়ে তিনি অটল ও অবিচল ছিলেন। অনেক কষ্ট ও পরিশ্রম করেছেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপবৃত্তি দেয়া হয়েছে সকল প্রকার খরচ মেটানোর জন্য নয়, এটি তোমাদের ভিতরের স্বপ্নকে জাগানোর জন্য। স্বপ্নটিকে পূরণ করার জন্য যে তাগিদ এই তাগিদের জন্য উপবৃত্তি ।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা প্রমুখ।