
চট্টগ্রাম: শিক্ষার্থীদের বই-ভীতি দূর করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ও উস প্রাইমারী এন্ড হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিন।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্যাম্পাসস্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস (উস) প্রাইমারী এন্ড হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি প্রফেসর ড. মনির উদ্দিন তাঁর বক্তব্যে উস প্রাইমারী এন্ড হাই স্কুলের খুদে ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, খুদে ক্রীড়াবিদরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলার এখনই সময়।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বই ভীতি দূর করতে নিয়মিত খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। আর এই দায়িত্ব নিতে হবে শিক্ষক ও অভিভাবকদের। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগ সৃষ্টিতে নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চায় আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে প্রধান অতিথি জাতীয় পতাকা, রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় পতাকা, স্কুলের প্রধান শিক্ষক স্কুল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন।
মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন স্কুলের কৃতি ক্রীড়াবিদ আবু বকর শাম। অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান। উস প্রাইমারী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দিলরুবা আক্তারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আবু সাঈদ হোসেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, উস প্রাইমারী এন্ড হাই স্কুলের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
