চট্টগ্রামে পুষ্টি বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা


চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে পুষ্টি বিষয়ক (ডিএলআইএস ও ডিএলআরএস) দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস)-এর উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. কাজী শামীম হোসেন।

বক্তব্য রাখেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আবদুস সালাম ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শফিকুল ইসলাম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে ৪র্থ সেক্টর কর্মসূচির আওতায় জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমের অধীনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সিভিল সার্জনগণ এবং জেলার উপজেলা সমূহে কর্মরত সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণসহ মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় বক্তারা পুষ্টি বিষয়ে গুরুত্বারোপ করেন।