
চট্টগ্রাম: এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে গুজব না ছড়ানো সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড ও শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সুষ্ঠু পরিবেশে নকলমুক্ত পরীক্ষা যাতে অনুষ্ঠিত হয় সে ব্যবস্থা নিয়েছি আমরা। প্রশ্নফাঁস ঠেকাতে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। তারপরও আমরা সকলের সহযোগীতা চাইবো। অভিভাবকদের বলবো, গুজবে কান না দিয়ে সন্তানদের পড়াশুনার প্রতি যত্নবান হোন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা নিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় ছাত্রদের আন্দোলনের কারণে এসব হয়ে থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে কোনো দাবি যদি অবহিত করা হয় তিনি পূরণ করেন। তাই কারো সংঘর্ষে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিভিন্ন রাজনৈতিক দলের কিছু সমস্যা থাকতে পারে সেগুলো স্থানীয় সমস্যা, স্থানীয়রা পারে তা নিষ্পত্তি করতে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
একুশে/জেএইচ
