১০ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে: জাতিসংঘ

Myanmar Suu Kyi Silenceসহিংসতা শুরু হওয়ার পর সাম্প্রতিক সময়ে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে পৌঁছেছে। আজ বুধবার জাতিসংঘ এ কথা জানিয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর রক্তাক্ত অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত প্রায় ৩০ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের প্রবেশে বাধা দিতে সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ। তবে গত সপ্তাহে বাংলাদেশ জানায়, কয়েক হাজার লোক দেশটিতে ঢুকে পড়েছে। অনেকের কাছে শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।

ব্যাংককে জাতিসংঘের শরণার্থী সংস্থার এক মুখপাত্র ভিভিয়ান টান বলেন, ‘বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আমাদের ধারণা, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গা নতুন করে ঢুকেছে। তবে পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।’