
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে কর্মীদের নিকট জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
সোমবার চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে স্ব স্ব ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক থেকে প্রত্যয়ন পত্রসহ জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশকারী ঠেকাতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যয়নপত্র জমা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে।
উল্লেখ্য, প্রায় দু’বছর পর ২০১৯ সালের ১৪ জুলাই ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি। ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই কমিটির অনুমোদন দেন।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেজাউল হক রুবেলকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের (২০১০-১১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন টিপুর নাম উল্লেখ করা হয়। এবং দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার কথাও এতে বলা হয়।
