
চট্টগ্রাম: বিজ্ঞানমনস্ক পদ্ধতিতে অপরাধ দমন ও প্রতিকারে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ভবিষ্যৎ সমুজ্জ্বল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য এবং ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
সোমবার ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জানুয়ারি চবি ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ কর্তৃক বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সমসাময়িক বিশ্বে অপরাধের কারণ, অপরাধের প্রকৃতি, অপরাধের ধরণ, অপরাধের কার্যকারণ, অপরাধের ব্যাপকতা সম্বন্ধে জানা এবং বোঝার জন্য ক্রিমিনোলজি পাঠ জরুরী।
তিনি আরও বলেন, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ এ বিশ্ববিদ্যলয়ের একটি নতুন বিভাগ। যুগের চাহিদার প্রয়োজনে এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষ জনবল তৈরীতে এ বিভাগটি চালু করা হয়েছে। বিভাগের সার্বিক মানোন্নয়নের জন্য পেশাগত ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এবং একাডেমিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পৃক্তদের উক্ত বিভাগে পাঠদানের সুব্যবস্থা করা হয়েছে।
‘এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞানের সংযোগের মাধ্যমে অপরাধ দমন ও প্রতিকারে সরকারের সহযোগী হিসেবে কাজ করতে পারবে। তাই শিক্ষার্থীদের অতীব মনোযোগী হয়ে সময় নষ্ট না করে নিজেদেরকে দক্ষ ও প্রশিক্ষিত জনবল হিসেবে তৈরী করতে হবে।’ বলেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক মৌমিতা পাল, মো. সাখাওয়াত হোসেন ও মো. মাজহারুল ইসলাম।
বিভাগের শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। একাডেমিক শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিষয়ের ভবিষ্যৎ ও চাকরির ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। সবশেষে পরিবেশিত হয় বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
