‘সর্বোচ্চ সতর্কে প্রশাসন, প্রশ্ন ফাঁসের সম্ভাবনা নেই’

 

চট্টগ্রাম : প্রত্যেক কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সরকারের নির্দেশনায় পরীক্ষার আগে থেকেই সকল কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষা বোর্ডও একই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

সোমবার (৩ ফেব্রুয়ারি)  সকালে নগরীর জামালখানস্থ ডা. খাস্তগীর সরকারি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রোডস্থ কাজেম আলী স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক ও তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসময় উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সম্ভাবনা নেই। প্রত্যেকটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে। কেন্দ্র ও আশপাশের ২’শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন উপস্থিত বলেন, সবকিছুতেই চট্টগ্রাম সবসময় এগিয়ে থাকে। চট্টগ্রামের এসএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথম দিন সকল পরীক্ষার্থী সময় মতো কেন্দ্রে চলে এসেছে। কেন্দ্রের আশপাশে যেসব ফটোকপিয়ার মেশিন ও ইন্টারনেটের দোকান রয়েছে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

কোচিং সেন্টারগুলোতে দিনে ও রাতে অভিযান চালিয়েছি। যেগুলোর বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত কোন কোচিং সেন্টার খোলা নেই। আশা করি চট্টগ্রাম থেকে কোন প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেকটি কেন্দ্রে একাধিক ম্যাজিস্ট্রেট ও ভিজিল্যান্স টিম রয়েছে। তারা সকলে তৎপর রয়েছে। প্রশ্নপত্র ফাসেঁর কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থী-অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সকাল পৌনে ১১টায় নগরীর চন্দনপুরাস্থ দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) মো. আবু হাসান সিদিক। পরীক্ষার প্রথম দিন এসএসসিতে বাংলা ১ম পত্র ও দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একুশে/এএ