টেকনাফে ভুল প্রশ্নে পরীক্ষা দিলো ২০ এসএসসি পরীক্ষার্থী

পিকলু দত্ত, টেকনাফ : কেন্দ্র সচিবের অবহেলায় চলতি এসএসসি পরিক্ষায় কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগে হল পর্যবেক্ষক, হল সুপার ও কেন্দ্র সচিবকে কেন্দ্রের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) এসএসসি পরিক্ষার প্রথম দিনে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-২) মোট ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই নিয়মিত পরীক্ষার্থী। কেন্দ্রের ১৪ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলো ৩০ জন। এদের মধ্যে সাবরাং উচ্চ বিদ্যালয়ের ১৫ জন ও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ১৫ জন। এরমধ্যে সাবরাং উচ্চ বিদ্যালয়ের ১০ জন ও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ১০জন নিয়মিত পরীক্ষার্থীর কাছ থেকে ২০১৮ সালের এসএসসি সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষা খারাপ হওয়ার কারণে পরীক্ষার্থীদের পরষ্পর আলোচনায় বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় বৃহস্পতিবার কেন্দ্র সচিব টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরুল আবছার, কেন্দ্র সুপার এজাহার সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাব্বির আহমদ, একই স্কুলের সহকারী শিক্ষক (১৪ নং) হল পর্যবেক্ষক আব্দুল আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দায়িত্বশীল সূত্র।

এদিকে বুধবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ কয়েকজন পরীক্ষার্থীর অভিভাবক টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে এব্যাপারে অভিযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও সংশ্লিষ্ট ২০ পরীক্ষার্থীর শংকা কাটছে না। 

ভুক্তভোগীদের অভিভাবকরা বলছেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিয়ে আমাদের সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা উদ্বিগ্ন, আতঙ্কিত। এর প্রভাব চলমান পরীক্ষাগুলোতেও পড়ছে বলে জানান তারা।

একুশে/পিডে/এটি